ফেসবুকে অন্য তরুণীর ছবি ছড়িয়েছে

দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর কথা বলে যে ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেটি আসলে তাঁর ছবি নয় বলে অভিযোগ উঠেছে। ছবিটি বাস্তবে কেরালার একটি মেয়ের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে কেরালার মেয়েটির ছবি দেখে তাঁর পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু বিষয়টিতে পরিবারের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর মেয়েটির বাবা কেরালা পুলিশের সাইবার শাখায় এ-সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের সহযোগিতায় মেয়েটির পরিবার নিশ্চিত হয় যে ওই ছবিটি গত ১৬ ডিসেম্বর দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ছবিটি দিল্লির একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস, জিনিউজ।

No comments

Powered by Blogger.