জ্বালানির মূল্যবৃদ্ধি কোনোক্রমেই যৌক্তিক নয়: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আইএমএফকে খুশি করতে এই মূল্যবৃদ্ধি কোনোক্রমেই যৌক্তিক নয়।
তা ছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়েনি। তিনি সরকারের এসব জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে নিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল বুধবার বিকেলে ঢাকার শাহবাগ জাদুঘরের সামনে ১০ দলের বিক্ষোভ সমাবেশে মেনন এই কথা বলেন।
রাশেদ খান মেনন আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি জনগণের ঐক্যে ফাটল সৃষ্টি করবে। তাই জ্বালানির দাম না বাড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গণআজাদী লীগের সভাপতি হাজি আবদুস সামাদের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণঐক্যের সমন্বয়ক পংকজ ভট্টাচার্য, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান, সাম্যবাদী দলের আবু হামেদ সাহাবুদ্দিন, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক দীপায়ন খীসা, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.