'ইউএন উইমেন'-এর যাত্রা শুরু

বিশ্বব্যাপী নারীদের অবস্থার উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূর করতে গত শনিবার থেকে কাজ শুরু করেছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা 'ইউএন উইমেন'। গত ২ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় নারীবিষয়ক সংস্থাটি গঠন করা হয়।
ইউএন এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেনই 'ইউএন উইমেন' নামে পরিচিত।
ইউএন উইমেনের আওতায় কাজ করবে জাতিসংঘের নারী ও জেন্ডারবিষয়ক চারটি আলাদা সংগঠন। এ সংস্থার মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো নারী ও জেন্ডার সমতা ইস্যুতে জোরালো মতামত তুলে ধরার সুযোগ পাবে।
সূত্র : নেপালনিউজ।

No comments

Powered by Blogger.