হংকংয়ে গণতন্ত্রের কণ্ঠস্বর সেজোতো ওয়াহর মৃত্যু

হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ সেজোতো ওয়াহ মারা গেছেন। গতকাল রবিবার সকালে স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই নেতা।
হংকং ও চীনের মূল ভূখণ্ডে তিনি 'আংকল ওয়াহ' নামেই বেশি পরিচিত ছিলেন।
১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন ওয়াহ। ১৯৯৭ সালে ব্রিটেন থেকে চীনের অংশ হওয়ার পর থেকেই হংকংয়ে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন গড়ে তোলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দাবিতে আন্দোলনরত দলগুলোর জোট হংকং অ্যালায়েন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য ইস্যুতে প্রায়ই তিনি বেইজিং সরকারের সমালোচনা করতেন। ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন নিজের দাবিতে স্থির থাকায় টাইম ম্যাগাজিন একবার ওয়াহকে 'গণতন্ত্রের পদাতিক সেনা' উপাধি দিয়েছিল। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.