পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

গতকাল বুধবার যথাযোগ্য মর্যাদায় পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে ওয়াজ মাহফিলের আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাউন্ডেশনের দিনি-দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বয়ান করেন ড. মাওলানা মো. আবু সালেহ পাটওয়ারী।
ড.পাটোয়ারী বলেন, সফর মাসের শেষ বুধবার আমাদের প্রিয় নবী করিম (সা.) ইন্তেকালের আগে অসুস্থ থেকে সুস্থতা লাভ করেন এবং মসজিদে নববীতে ইমামতি করেন। মহানবী (সা.)-এর সুস্থতায় সাহাবিরা অতিশয় আনন্দিত হন। তাঁরা নফল ইবাদত এবং দান-সদকা করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর সুন্নাত প্রতিপালনের মাধ্যমে রাসুল (সা.)-কে ভালোবাসতে হবে উল্লেখ করে ড. পাটোয়ারী বলেন, আমাদের সন্তানদেরও নবীর প্রেম শিক্ষা দিতে হবে।
ওয়াজ মাহফিলে শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করা হয়।
আজিমপুর দায়রা শরিফ: আখেরি চাহার শোম্বা উপলক্ষে গতকাল ঐতিহাসিক আজিমপুর দায়রা শরিফের খানকাহেত শোকরানা দিবস উদ্যাপন করা হয়।

No comments

Powered by Blogger.