ম্যানিংয়ের সাজা কমতে পারে

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের তথ্যদাতা সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিং দোষী সাব্যস্ত হলে তাঁর সাজা ১১২ দিন কমানো হতে পারে। মার্কিন সামরিক আদালতের একজন বিচারক এক শুনানিতে এ কথা জানান।
বিচারকাজ শুরুপূর্ব ওই শুনানিতে বিচারক বলেন, ২০১০ সালে গ্রেপ্তার হওয়ার পর নয় মাসের আটকাবস্থায় ম্যানিং বিচারবহির্ভূত শাস্তির সম্মুখীন হয়েছেন। ২৫ বছর বয়সী এই সেনাসদস্যকে আবদ্ধ কামরায় একেক দিন ২৩ ঘণ্টা করে কাটাতে হয়েছে।
ইতিমধ্যে ব্র্যাডলি ম্যানিং তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ খারিজের আবেদন করেছেন। তাঁর দাবি, তাঁকে এরই মধ্যে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ভোগ করতে হয়েছে। ম্যানিংয়ের বিরুদ্ধে উইকিলিকসের কাছে গোপন মার্কিন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়। বিবিসি।

No comments

Powered by Blogger.