পাকিস্তান সরকার থেকে বেরিয়ে যাচ্ছে এমকিউএম

পাকিস্তান সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) জানিয়েছে, তারা ক্ষমতাসীন জোট ছেড়ে কেন্দ্রীয় পর্যায়ে বিরোধী দলের সঙ্গে যোগ দেবে। গতকাল রবিবার এমকিউএমের মুখপাত্র ওয়াসে জলিলি এ কথা জানান। তিনি বলেন, 'দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন থেকে জাতীয় পরিষদ ও সিনেটে আমরা বিরোধী দলের বেঞ্চে গিয়ে বসব।'
এমকিউএমের এ সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তবে সরকার পতনের মুখে পড়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন গিলানি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গিলানি বলেন, 'আমি কোনো ধরনের সংকট দেখছি না।'
করাচিতে প্রভাবশালী রাজনৈতিক দল এমকিউএম এর আগে গত সপ্তাহে দলের দুই মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করে নেয়। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটাতে সরকারের ব্যর্থতার কারণ দেখিয়ে তারা এ পদক্ষেপ নেয়। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.