পাকিস্তানে ড্রোন হামলায় ১৫ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গত শনিবার যুক্তরাষ্ট্রের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জঙ্গি মারা গেছে। তালেবানের ঘাঁটি লক্ষ্য করে চালকবিহীন বিমান (ড্রোন) থেকে এসব হামলা চালানো হয়।
পাকিস্তানি কর্মকর্তারা বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের ২৫ কিলোমিটার দূরে মান্দি খেল এলাকায় প্রথম হামলা চালানো হয়। ওই এলাকা হাক্কানি গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে জঙ্গি ঘাঁটি ও তাদের ব্যবহারের জন্য রাখা একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সাত জঙ্গি নিহত হয়। অন্য জঙ্গিরা হতাহতদের উদ্ধারে এগিয়ে গেলে দ্বিতীয় হামলা হয়। এতে মারা যায় আরো চারজন। নাম প্রকাশে অনিচ্ছুক মিরানশাহের এক কর্মকর্তা বলেন, 'দ্বিতীয় হামলায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।'
একই দিন মিরানশাহের পশ্চিমে দাত্তা খেল এলাকায় আরেকটি হামলা হয়। এতে চার জঙ্গি মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তরা। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.