মিরপুরে সাকলাইনের দিন

খেলার বাকি দুই দিন। অথচ এখনই ফলাফল দেখতে শুরু করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচ! মিরপুরের উইকেট বগুড়ার মতো ব্যাটিংস্বর্গ নয়। প্রতি ম্যাচেই উল্লাস করছেন বোলাররা।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটা দুই দিনেই ফলমুখী হয়ে পড়ার পেছনেও আছে বোলারদের সাফল্য। উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবের বাঁহাতি স্পিনে কাল যেমন ধসে পড়ল দক্ষিণাঞ্চলের ইনিংস। ধসে পড়া মানে একেবারেই লেজেগোবরে অবস্থা নয়। প্রথম ইনিংসে উত্তরের ২৯১ রানের পর শুরুটা খারাপ হলেও দক্ষিণাঞ্চল শেষ পর্যন্ত করেছে ২০৫ রান। তবে সাকলাইনের স্পিন ও রকম মায়াবী না হয়ে উঠলে রানটা আরও বেশিও হতে পারত। সৌম্য সরকার, এনামুল হক (বিজয়) বা সোহাগ গাজী—দক্ষিণের ইনিংসটাকে যাঁর ব্যাট যখনই নির্ভরতা দিতে শুরু করেছে, সাকলাইন তখনই তাঁকে ফিরিয়ে প্রথম ইনিংসে এগিয়ে রাখলেন উত্তরাঞ্চলকেই। প্রথম ইনিংসে ৮৬ রানের লিড, দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে করা ১২৫ রান কাল উত্তরকে মোট ২১১ রানে এগিয়ে দিয়েছে।
দিনের প্রথম ওভারেই ফরহাদ হোসেনের বলে কাট করতে গিয়ে স্লিপে জহুরুলের ক্যাচ হয়েছেন আগের দিন অপরাজিত ওপেনার ইমরুল কায়েস। আরেক ওপেনার সৌম্য ও এনামুলের ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ধাক্কা কিছুটা সামলে উঠলেও সাকলাইনের ছোবলই সব এলোমেলো করে দেয়। এনামুলকে বোল্ড করে ভাঙেন দাঁড়িয়ে যাওয়া জুটিটা। ফরহাদের পরের ওভারে ফজলে রাব্বীকেও হারিয়ে বেশ চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল। ৮২ রানে নেই ৩ উইকেট। ওপেনার সৌম্য ও তুষার ইমরানের চতুর্থ উইকেট জুটি ভরসা হচ্ছিল। কিন্তু সাকলাইন যেন কাল বলটা হাতে নিয়েছিলেন দক্ষিণাঞ্চলের বাড়া ভাতে ছাই দিতেই। ফিফটির পরের বলেই এলবিডব্লু করেন সৌম্যকে।
মারকাটারি ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার শেষ চেষ্টাটা করেছিলেন সোহাগ গাজী। মাত্র ২৪ বলে করেছেন ৪৫। চার বাউন্ডারির তিনটিই সানজামুলের এক ওভারে, পর পর। ওই ওভারে ছক্কাও ছিল একটা। তানভীর হায়দারের যে ওভারে নিজের চতুর্থ বাউন্ডারিটা মেরেছেন, ওই ওভারের প্রথম দুই বলেও ছিল দুই ছক্কা। চার ছক্কার আরেকটি খেয়েছেন সাকলাইন, শর্ট মিড অফে সানজামুলের ক্যাচ হয়ে সোহাগ শেষ ব্যাটসম্যান হিসেবে আউটও হয়েছেন তাঁর বলেই।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা উত্তরাঞ্চলকে টেনে তোলার চেষ্টা করছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম। দিন শেষে ৫৯ রানে অবিচ্ছিন্ন এই জুটি। মুশফিক অবশ্য ৩৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর থেকেই টানছেন দলকে। ৫১ রানে অপরাজিত তিনি দিন শেষে, ২২ রানে ব্যাট করছেন নাঈম।

সং ক্ষি প্ত স্কো র
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল, মিরপুর
বিসিবি উত্তরাঞ্চল: ২৯১ ও ৩৯.২ ওভারে ১২৫/৩ (মাইশুকুর ৩১, ফরহাদ হোসেন ১০, জহুরুল ৬, মুশফিক ৫১*, নাঈম ২২*; শাফাক ০/৫, রাজ্জাক ১/৪৪, রবিউল ১/৩০, তাপস ঘোষ ০/৮, সোহাগ ১/৩৪, জিয়াউর ০/৪)। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৭.৪ ওভারে ২০৫ (ইমরুল ২, সৌম্য ৫১, এনামুল ৩০, রাব্বী ১, তুষার ২৮, জিয়াউর ১৩, তাপস ঘোষ ১১, সোহাগ ৪৫, রাজ্জাক ২০, রবিউল ০, শাফাক ০*; সাজেদুল ০/১৪, ফরহাদ হোসেন ২/৩২, সাকলাইন ৬/৭৪, ফরহাদ রেজা ০/২১, সানজামুল ২/৪৫, তানভীর ০/১৭)।

No comments

Powered by Blogger.