তেজগাঁও পলিটেকনিক ছাত্রদের বিৰোভ, ঢাকা কলেজে সংঘর্ষ

 বাস থামাতে রাজি না হওয়ায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্রদের বিৰোভ ও ব্যক্তিগত রেষারেষিকে কেন্দ্র করে ঢাকা কলেজে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্ররা বাসে ভাংচুরের চেষ্টা করে। ছাত্রদের অভিযোগ, আগে শিৰা প্রতিষ্ঠানটির সামনে বাস থামত। এখন থামে না। এতে ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তারই প্রতিবাদে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে ছাত্ররা রাসত্মায় নেমে বিৰোভ করে। অন্যদিকে ব্যক্তিগত রেষারেষিকে কেন্দ্র করে ঢাকা কলেজে প্রথম বর্ষের দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দু' প্রথম বর্ষের ছাত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এক ছাত্র আরেক ছাত্রকে কলম দিয়ে আঘাত করে। তারই জের ধরে ঢাকা কলেজের প্রথম বর্ষের দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তেজিত ছাত্ররা রাসত্মায় নেমে বিৰোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

No comments

Powered by Blogger.