মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কে জে সেনগুপ্ত এবং বিচারপতি এ কে ম-লের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে কলকাতার দুটি


ইংরেজী দৈনিক এবং দুটি টেলিভিশন নিউজ চ্যানেলকে হলফনামা দিয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁদের বক্তব্য পেশ করতে বলেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যসহ কয়েকজন আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা আদালত অবমাননার শামিল। তাই আদালত এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে স্বতোপ্রণোদিত হয়ে একটি আদালত অবমাননার মামলা করতে পারে। আবেদনের ওপর শুনানি শেষে ডিভিশন বেঞ্চ প্রকৃত তথ্য জানার জন্য কলকাতার দুটি সংবাদপত্র এবং দুটি টেলিভিশন চ্যানেলকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দেন। আইনজীবীরা আবেদন করার সময় টেলিভিশনে প্রচারিত মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিডি এবং সংবাদপত্রে প্রকাশিত খবরের কাটিং জমা দেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম বর্ষ পূর্তি উৎসবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা তাঁর ভাষণে বলেন, ‘কখনও কখনও টাকা দিয়ে বিচার কেনা যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমি নিজে জানি কোন কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে বিচারের রায় হচ্ছে। এ জন্য সব বিচারপতি দোষী নন। অথচ বিচার বিভাগ আমাদের সবচেয়ে বড় এবং প্রধান স্তম্ভ।’
হাইকোর্টে মামলা দায়ের করার খবর শোনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিকেলে রাজ্য সচিবালয় মহাকরণে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁর মন্তব্য নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। তিনি দ্রুত বিচারব্যবস্থার কথা বলেছেন, বলেছেন প্রশাসনিক সংস্কারের কথা। তিনি বিচারপতিদের ‘চোর’ বলেননি। মমতার এরূপ মন্তেব্যের কারণে কলকাতায় কংগ্রেস-সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মমতাকে ওই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানান।

No comments

Powered by Blogger.