তুরাগ দূষণ, একটি শিল্পপ্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত এসসুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড নামের একটি শিল্পপ্রতিষ্ঠানকে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বর্জ্য ফেলে তুরাগ নদ দূষণের অপরাধে পরিবেশ অধিদপ্তর গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করে।


পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি এসসুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে আকসিঞ্চক অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সম্পূর্ণ বন্ধ পায়। ইটিপি বন্ধ রেখে প্রতিষ্ঠানটি তরল বর্জ্য ফেলে তুরাগ নদ দূষণ করে আসছিল।
দৈনিক প্রায় পাঁচ টন সোয়েটার ইয়ার্ন ডাইংকারী এ প্রতিষ্ঠান থেকে ৫৯ কোটি লিটার দূষিত তরল বর্জ্য তুরাগ নদে গিয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়।
এই অপরাধে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেন।
মুনীর চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষে রাত-দিন সব শিল্পকারখানা পাহারা দেওয়া সম্ভব নয়। দূষণ বন্ধে শিল্প উদ্যোক্তাদের আন্তরিক হতে হবে।

No comments

Powered by Blogger.