লিমনের ওপর হামলা-র‌্যাবসোর্স ইব্রাহিমের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজছাত্র লিমন, তাঁর মা হেনোয়ারা বেগম ও বড় ভাই হেমায়েত হোসেন সুমনের ওপর ঈদের দিন হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। র‌্যাবের সোর্স বলে পরিচিত সন্ত্রাসী ইব্রাহিম হাওলাদার ওই হামলা চালিয়েছে বলে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ প্রতিবেদন দেওয়া হলো।


রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদল ফকির গতকাল সোমবার সকালে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন।
ঈদের দিন বিকেলে মা ও বড় ভাইকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ভাড়া করা বাসায় যাচ্ছিলেন লিমন। পথে ইঁদুরবাড়ি সেতুর কাছে ইব্রাহিম হাওলাদার তাঁদের ওপর হামলা চালায়। এতে লিমন, তাঁর মা হেনোয়ারা বেগম ও ভাই মো. সুমন আহত হন। ঘটনার পর আহত লিমন ও তাঁর মা রাজাপুর থানায় যাওয়ার চেষ্টা করলে ইব্রাহিমের লোকজন তাঁদের বাধা দেয়। এ ঘটনায় লিমনের মা ঘটনার দিন রাতেই রাজাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই বাদল ফকির বলেন, 'লিমন ও তাঁর মাকে মারধরের ঘটনা এলাকায় গিয়ে সাক্ষী ও ভিকটিমের সঙ্গে কথা বলে এবং তদন্ত করে যা পেয়েছি, সেভাবেই সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে।'
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, 'লিমনের ওপর হামলার ঘটনায় তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিয়েছেন।'
লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, 'শুনেছি পুলিশ এসপি অফিসে ইব্রাহিমের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে, আমরা আদালতের মাধ্যমে সন্ত্রাসী ইব্রাহিমের বিচার দাবি করছি।'

No comments

Powered by Blogger.