গ্যালাপের জরিপ-শেখ হাসিনার প্রতি ৭৭ শতাংশ মানুষের আস্থা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি আস্থা আছে দেশের ৭৭ শতাংশ মানুষের। আর ১৯ শতাংশ মানুষ তাঁর কাজে সন্তুষ্ট নন। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
গ্যালাপ ২০১১ সালের ৫ এপ্রিল থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এশিয়ার ২১টি দেশে এই জরিপ চালায়।


গত শুক্রবার গ্যালাপের নিজস্ব ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করা হয়েছে। জরিপে প্রতিটি দেশের অন্তত এক হাজার ব্যক্তিকে মুখোমুখি বা টেলিফোনে প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া হয়। ১৫ বছর এবং তার চেয়ে বেশি বয়সের ব্যক্তিরাই জরিপের আওতায় ছিলেন।
জরিপে দেখা যায়, সরকারপ্রধানদের প্রতি দেশের মানুষের আস্থার তালিকায় সপ্তম স্থানে আছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং (১১তম), বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদা (১৫) ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের (১৪) চেয়েও এগিয়ে আছেন শেখ হাসিনা।
জনসমর্থনে ২১ দেশের সরকারপ্রধানদের মধ্যে সবার চেয়ে পিছিয়ে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জরিপের ফল অনুযায়ী, দেশের মাত্র ২০ শতাংশ মানুষ তাঁর ওপর আস্থা রাখেন। অন্যদিকে দুই-তৃতীয়াংশের বেশি অর্থাৎ ৭৭ শতাংশ পাকিস্তানি তাঁর কাজে অসন্তুষ্ট।
দেশের মানুষের সমর্থনের দিক দিয়ে প্রথম স্থানে আছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের প্রেসিডেন্ট চৌমালি সায়াসোনে। তাঁর প্রতি ৯৭ শতাংশ জনগণই আস্থা জানিয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা একই অঞ্চলের দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের প্রতি সমর্থন জানিয়েছেন তাঁর দেশের ৯৩ শতাংশ মানুষ। এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তৃতীয় (৯১ শতাংশ সমর্থন), সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসেন লং চতুর্থ (৮৪ শতাংশ), ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো নয়নয় অ্যাকুইনো পঞ্চম (৮০ শতাংশ) ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ষষ্ঠ (৭৮ শতাংশ) স্থানে আছেন।
অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বস্তিতে থাকা দেশগুলোর নেতাদের পক্ষেই জনগণের আস্থা বেশি বলে জরিপে উঠে এসেছে। রাজনৈতিক সংঘাত, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ভূ-রাজনৈতিক জটিলতায় থাকা দেশগুলোর নেতাদের প্রতি জনগণের আস্থা কম। তালিকায় নিচের দিকে আছেন নেপালের (জরিপকালীন) প্রধানমন্ত্রী ঝালনাথ কানাল (২০তম), হংকংয়ের প্রেসিডেন্ট ডোনাল্ড টিসাং (১৯তম), আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই (১৭তম)।

No comments

Powered by Blogger.