আসাদের ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাই ও দেশটির কয়েকজন মন্ত্রীসহ ১৭ জনের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আরব লিগ। কাল শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় আরব লিগের মন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞার বিষয়টি চূড়ান্ত হবে।
২২ সদস্য রাষ্ট্রের সংগঠন আরব লিগ চলতি সপ্তাহে সিরিয়ার ওপর অর্থনৈতিকে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়। আরব লিগের কর্মকর্তারা জানান, ১৭ জনের তালিকায় প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের আল আসাদ, মামাতো ভাই ও টেলিকম ব্যবসায়ী রামি মাখলুফ, প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ রাজা, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহীম আল-শারসহ জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নাম রয়েছে। এই তালিকা চূড়ান্ত করতে দোহা বৈঠকে কাতার, মিসর, আলজেরিয়া ওমান ও সুদানের মন্ত্রীরা যোগ দেবেন।

No comments

Powered by Blogger.