গেম রিভিউ-গুপ্তধনের খোঁজে টিনটিন by আমিনুর রহমান

গেমটির কাহিনী গড়ে উঠেছে দুরন্ত কিশোর সাংবাদিক টিনটিনকে কেন্দ্র করে। একদিন টিনটিন তার প্রিয় কুকুর স্নোয়িকে নিয়ে ইউরোপ শহর পরিভ্রমণে বের হয়বইয়ের পাতা ছেড়ে গেমের রাজ্যে হাজির হয়েছে জনপ্রিয় কমিকস অ্যাডভেঞ্চার অব টিনটিন। কমিকসপ্রেমীদের কথা মাথায় রেখে অ্যাডভেঞ্চারধর্মী কমিকস বই টিনটিন অবলম্বনে তৈরি করা হয়েছে দ্য অ্যাডভেঞ্চার অব টিনটিন :সিক্রেট অব দি ইউনিকর্ন। গত ২০ নভেম্বর ডেভেলপার মন্টপিলার সার্বিক


সহযোগিতায় গেমটি বাজারে আনে উবিসফট। এটি পিসি ছাড়াও এক্সবক্স৩৬০, আইওএস এবং প্লে-স্টেশন প্লাটফর্মে খেলা যাবে।কাহিনী :গেমটির কাহিনী গড়ে উঠেছে দুরন্ত কিশোর সাংবাদিক টিনটিনকে কেন্দ্র করে। একদিন টিনটিন তার প্রিয় কুকুর স্নোয়িকে নিয়ে ইউরোপ শহর পরিভ্রমণে বের হয়। একটি দোকান থেকে পুরনো মডেলের জাহাজ কেনার সময় ঝামেলা শুরু হয়। হঠাৎ করেই দেখা যায়, সেই মডেল জাহাজটির ভেতর থেকে একটি চিরকুট বের হয়ে এসেছে। ইতিহাস ঘেঁটে টিনটিন জানতে পারে জাহাজটির আগের মালিক ক্যাপ্টেন হ্যাডকের পূর্বপুরুষ ফ্রান্সিস হ্যাডক। ফ্রান্সিস হ্যাডক বানিয়েছিলেন তিনটি জাহাজ। যার একটি এখন টিনটিনের হাতে। তবে গুপ্তধন উদ্ধার করতে হলে টিনটিনকে অবশ্যই আরও ২টি জাহাজ খুঁজে পেতে হবে। যার মধ্যে লুকিয়ে আছে গুপ্তধনের গোপন নকশা। আর এখান থেকেই শুরু হয় দ্য অ্যাডভেঞ্চার অব টিনটিন, সিক্রেট অব দি ইউনিকর্নের মূল গল্প। গেমারকে এখানে খেলতে হবে টিনটিনের ভূমিকায়। সমাধান করতে হবে ডুবে যাওয়া বিশাল গুপ্তধনের। এ গুপ্তধন খুঁজতে গিয়ে গেমারকে টিনটিন ছাড়াও ক্যাপ্টেন হ্যাডক এবং প্রিয় কুকুর স্নোয়ির ভূমিকায়ও খেলতে হবে। গুপ্তধন খোঁজার ব্যাপারে এরা সর্বদা টিনটিনকে সাহায্য করবে। চমৎকার গ্রাফিক্স শৈলীর পাশাপাশি গেমটি অ্যাকশন ও অ্যাডভেঞ্চারে ভরপুর। প্রায় ২০টির মতো মনোরম পরিবেশে খেলার সুযোগ মিলবে। নেই কোনো আধুনিক অস্ত্রের ঝনঝনানি। কখনও প্লেন, কখনও গাড়ি চড়ে আবার কখনও সাঁতার কেটে গুহা থেকে পালাতে হবে। একমাত্র হাতিয়ার হিসেবে মিলবে মধ্যযুগের তলোয়ার।
খেলতে যা যা লাগবে :পেন্টিয়াম ৪, ৩.৪০ গিগাহার্টজ অথবা এথলন ৬৪ ৩৪০০+ মানের প্রসেসর, ১.৫ গিগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড, ৮ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস এবং ডাইরেক্ট
এক্স-৯।

No comments

Powered by Blogger.