থাইল্যান্ড যাচ্ছে 'ঘেটুপুত্র কমলা'

থাশিল্পী হুমায়ূন আহমেদ এখন আমেরিকায় চিকিৎসাধীন। কিন্তু থেমে নেই তার কর্মযজ্ঞ। আমেরিকা যাওয়ার আগে তিনি সম্পন্ন করেছেন 'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের দৃশ্যায়ন। ডাবিং ও ভিডিও সম্পাদনার কাজ শেষে এবার চূড়ান্ত সম্পাদনার জন্য ছবিটিকে নিয়ে যাওয়া হচ্ছে থাইল্যান্ডের সিয়ার্ম ফিল্ম স্টুডিওতে। এখানে হলিউডসহ পৃথিবীর খ্যাতনামা চলচ্চিত্রগুলোর সম্পাদনার কাজ করা হয়। আগামী ৭ ডিসেম্বর এটি থাইল্যান্ড যাবে বলে জানান হুমায়ূন আহমেদের


প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা। তিনি বলেন, 'ভিসার জন্য থাই দূতাবাসে আবেদন করা হয়েছে। তারা ৪ ডিসেম্বর ভিসা দেওয়ার চূড়ান্ত তারিখ দিয়েছেন। ভিসা পাওয়া গেলে নির্দিষ্ট তারিখেই ছবিটির ফিল্ম নিয়ে থাইল্যান্ডে যাব।' তিনি আরও জানান, 'স্যারের [হুমায়ূন আহমেদ] নির্দেশেই চূড়ান্ত সম্পাদনার জন্য সিয়ার্ম স্টুডিওতে নিয়ে যাওয়া হচ্ছে এ ছবিকে। সেখানে শব্দ ও দৃশ্যের উন্নতমান নিশ্চিত করা সম্ভব হবে আশা করি।'
'ঘেটুপুত্র কমলা'য় অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিক আনাম খান, মুনমুন আহমেদ, আগুন, তমালিকা, প্রাণ রায়, জুয়েল রানা, মামুন প্রমুখ।

No comments

Powered by Blogger.