ভারতের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র by মঈন আবদুল্লাহ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগামী ২৩ ডিসেম্বর থেকে ভারতীয় ছবি মুক্তি পাবে। এটা পুরনো খবর হলেও নতুন খবর হচ্ছে, ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহেও বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনের প্রক্রিয়া চলছে। ভারতের পরিবেশকরা বাংলাদেশের চলচ্চিত্র আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। শিগগির সেখানে বাংলাদেশের জনপ্রিয় ছবিগুলো প্রদর্শিত হবে।অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি মুক্তির খবরে কলকাতার চলচ্চিত্রাঙ্গনে আনন্দের বন্যা


বইছে। বাংলাদেশে নিজেদের ছবি দেখানোর সুযোগ পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোবাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলকাতার প্রযোজক, পরিচালক, পরিবেশক, অভিনেতা ও অভিনেত্রীরা। শতাব্দী রায় বলেন, 'আমি যখন বাংলাদেশে গিয়েছি। তখন ভারতের ছবি দেখার ইচ্ছা দেখেছি মানুষের মধ্যে। বাংলাদেশে আমাদের বাজারটা প্রসারিত হলো। এতে ছবির বাজেট আরও বাড়বে।'
গৌতম ঘোষ বলেন, 'বাংলাদেশে যেমন আমাদের ছবি চলবে। তেমনি আমাদের দেশেও বাংলাদেশেল ছবিগুলো মুক্তি দেওয়া উচিত। দু'দেশের দেওয়া-নেওয়া চালাতে হবে। এতে সবার জন্যই ভালো।'

No comments

Powered by Blogger.