পদ্মার বুকে একদিন by হাসানউজ্জামান

মকালের ফরিদপুরের সুহৃদরা গত শুক্রবার সারাদিন পদ্মা নদীর চরে মিলেছিল আনন্দ আড্ডায়। সকাল থেকে ট্রলারযোগে শহরসংলগ্ন মরা পদ্মা হয়ে মূল পদ্মার বেশ কিছু দূর এগিয়ে স্থানীয় নর্থ-চ্যানেল ইউনিয়নের একটি চরে তারা শেষ বিকেলের আলোয় মিলিত হয় বনভোজনে।সুহৃদ সমাবেশ ফরিদপুর এই নিয়ে পরপর তিন বছর শীতের শুরুতে নদী ভ্রমণের আয়োজন করল। এবারের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল পদ্মার চরে বনভূমিতে অবগাহন ও গানে কবিতায়


আড্ডায় পরিবার-পরিজন সুহৃদ স্বজনদের একাত্ম হওয়া। সংগঠনের সভাপতি প্রফেসর আবুল কাশেম, উপদেষ্টা কবি পাশা খন্দকার, সাধারণ সম্পাদক সৌমিত্র মজুমদার পলাশসহ সুহৃদ কর্মকর্তাদের নেতৃত্বে ৬০ জন নবীন-প্রবীণ ক্ষুদে থেকে প্রৌঢ় নারী-পুরুষ-শিশু মশগুল হয়েছিল ফরিদপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর এই ভ্রমণে। সারা বছরের কর্মক্লান্তি ও গ্গ্নানি পদ্মার জলে বিসর্জন দিয়ে দিনমান আনন্দ শেষে গোধূলি আলোয় তারা সাঙ্গ করে নৌভ্রমণ। শহরতলির ধলার মোড় থেকে তারা ফিরে যায় যার যার আপন আলয়ে পরবর্তী কোনো এমনি আনন্দঘন দিনের প্রত্যাশায়। পদ্মার চরে আনন্দ আড্ডায় বাউল গান গেয়ে সবাইকে মাতিয়েছিল শিল্পী বাবুল খান। কবিতার ডালি নিয়ে বসেছিল কবি জাহাঙ্গীর খান। বনভোজন শেষে র‌্যাফেল ড্র'র আয়োজন করে সুহৃদ জাহিদুল ইসলাম। আর প্রতিবারের মতো এবারও সুহৃদদের পদ্মার তীরঘেঁষে সুন্দর একটি চরের জায়গা নির্বাচন করে দেয় সুহৃদ জাহিদুল ইসলাম মুরাদ।
ফরিদপুর সুহৃদ সমাবেশ

No comments

Powered by Blogger.