কলঙ্কমোচনে প্রত্যয়ী রহমতগঞ্জ

তারকার ছড়াছড়ি নেই। উৎসবের রঙেও মাতোয়ারা হয়নি বাফুফে প্রাঙ্গণ। সদলবলে ব্রাদার্স এলেও আরামবাগ, রাহমতগঞ্জ ও ফেনী সকার এসেছে চুপিসারেই।তবে সর্বশেষ লিগে পঞ্চম স্থান পাওয়া ব্রাদার্স ইউনিয়নকে নিয়েও ততটা আগ্রহ ছিল না যতটা ছিল রহমতগঞ্জকে নিয়ে। গেল বছর পাতানো খেলার অভিযোগের কারণেই হয়তো পুরনো ঢাকার এই ক্লাবটি সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে অতীতের বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে কিছুটা হলেও পাপ


মোচনের চেষ্টা করেছে গেল বাংলাদেশ লিগে অষ্টম হওয়া দলটি। ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিনের কথায় সে রকমই ইঙ্গিত, 'এখানে আজ (কাল) যারা এসেছি, সবাই পাতানো খেলার বিপক্ষে। নিশ্চয় কোনো ব্যক্তির কারণে একটি সংগঠন শেষ হয়ে যেতে পারে না। কিছুদিন আগে কালের কণ্ঠ পত্রিকায় চারজনকে অভিযুক্ত করে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আমরা তাদের ক্লাব থেকে বাদ দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি।' সহসভাপতি আবু মোতালেব জানালেন ক্লাবের ইতিহাসে যেন এমন কলঙ্ক আর ফিরে না আসে সে চেষ্টায় তাঁরা সবাই তৎপর, 'আগে যারা কমিটিতে ছিলেন তাঁরা ফুটবলারদের নিয়ন্ত্রণ করতে পারেননি। স্থানীয় সংসদ সদস্যও (মোস্তফা জালাল মহিউদ্দিন) এ ব্যাপারে মর্মাহত। এ ঘটনার পর সবার মধ্যে একটা নাড়া পড়েছে। এখন আমরা সবাই পাতানো খেলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।'
আবাহনী, মুক্তিযোদ্ধা ও শেখ জামাল তারকা ফুটবলারদের আগেই দলে ভেড়ানোয় এবার ভালো দল করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। তার পরও তাদের কণ্ঠে আসন্ন মৌসুম নিয়ে আশার সুর, 'ব্রাদার্স হলো তারুণ্যের প্রতীক। এ বছরও আমরা তারুণ্যনির্ভর দল গড়েছি। আশা করছি এবার আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারব।' আরামবাগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খোকন মনে করেন তাঁদের দলও এবার ভালোই করবে, 'দল ভালো হয়েছে। এই দল নিয়ে এবার আমরা আগেরবারের চেয়েও ভালো ফল করতে চাই।'
গতকাল যাঁরা রেজিস্ট্রেশন করিয়েছেন
ব্রাদার্স ইউনিয়ন : উত্তম, রঘু, লিটন, তারা, রাসেদ, সৈকত, শিপন, সোহেল, নাহিদ, মুরাদ, কবির, মালেক, অনিক, সোহেল, দিদার, জাভেদ, আসিফ, তৌহিদ, নাদিম।
রহমতগঞ্জ : শাকিল, সুজন, রাসেল, শিমুল, আশরাফ, জাহাঙ্গীর, মাসুম, শাকিল, মিঠু, রনি, রিন্টু, মুরাদ, জাহিদ, রনি, বিপ্লব, মিলন, পাপ্পু, সানকার, বিপুল।
আরামবাগ : বিপ্লব, মাসুদ, দীন মোহাম্মদ, আবুল, টিটু, লিটন, ডালিম, ফয়সল, পারভেজ, মামুন, শাওন, প্রশান্ত, শাহিন, বিপ্লব, রতন, রাসেল, সোহাগ, বিশ্বজিৎ, জাকির।
ফেনী সকার : তাবিদ আউয়াল, মুন্না, লিটন, মোস্তফা কাবা, রকিবুল, শওকত, ইয়াসিন, সাহেদ, নয়ন, ইকবাল, বুলবুল, আলাউদ্দিন, মওদুদ, কামাল, দিনার, শাহীন, রিন্টু, পিন্টু, রাজিব, পলাশ, হাওলাদার, উজ্জ্বল, আরিফুল, আশরাফুল, জাহাঙ্গীর।

No comments

Powered by Blogger.