নতুন ঝামেলার মুখোমুখি by অনন্য রেজা করিম

ন-টু' আসছে। কিন্তু এর আগে ছবিটি নিয়ে নানা তোড়জোড় শুরু হয়ে গেছে। 'রা-ওয়ান' ছবির বিরাট আলোড়নের রেশ না কাটতেই বলিউড কিং শাহরুখ খান আবার নতুন আলোড়নের সম্ভার নিয়ে আসছেন দর্শকদের সামনে। এর মধ্যেই 'ডন-টু' ছবির তুমুল প্রচারণা শুরু হয়ে গেছে বিভিন্ন টিভি চ্যানেলে। ডনরূপী শাহরুখকে দেখে দর্শক চমকিত ও শিহরিত। এর আগে 'ডন দ্য চেজ বিগেইনস' ছবির মাধ্যমে হিন্দি সিনেমার দর্শকদের আবিষ্ট করেছিলেন তিনি।


ওই ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল 'ডন-টু ও দ্য চেজ বিগেইনস এগেইন' নির্মাণের ঘোষণার পর থেকে ছবিটির ব্যাপারে দর্শকদের আগ্রহ, কৌতূহল দিনে দিনে তীব্র হয়েছে। 'ডন-টু' ছবির মুক্তির দিন ঘনিয়ে আসতেই ছবিটি নিয়ে বলিউডে বিভিন্নমুখী তৎপরতা শুরু হয়েছে। সত্তরের দশকের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত সুপার-ডুপারহিট ছবি 'ডন'-এর রিমেক করেন ফারহান আখতার। ওই ছবিতে ডন সেজেছিলেন শতাব্দীর সেরা সুপারস্টার অমিতাভ বচ্চন। সেই ছবির নির্মাতা প্রতিষ্ঠান নারিমান ফিল্মসের কাছ থেকে অনুমতি নিয়ে পরিচালক ফারহান আখতার তাঁর প্রযোজনা সংস্থা এঙ্লে এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি করেন 'ডন' ছবিটি। ফারহান আখতার এবারও 'ডন'-এর সিক্যুয়েল 'ডন-টু' নির্মাণ করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা এঙ্লে এন্টারটেইনমেন্টের ব্যানারে। এ ছবির গল্প-চিত্রনাট্য সবই তাঁর এবং সহযোগী টিমের তৈরি। সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে আবর্তিত হবে ছবিটি। এর সঙ্গে প্রথম ছবির গল্পের কোনো মিল নেই। তবে সম্প্রতি সত্তরের দশকের অমিতাভ বচ্চন অভিনীত 'ডন' ছবির নকলের অভিযোগ এনে 'ডন-টু' ছবির নির্মাতাদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ওই ছবির নির্মাতা সংস্থা নারিমান ফিল্মস। তারা তাদের অনুমতি ছাড়া ওই ছবির রিমেক তৈরির অভিযোগ তুলেছে। এ পরিপ্রেক্ষিতে আজকের ডন শাহরুখ খান বেশ ক্ষুব্ধ হয়েছেন। তাঁর অভিনীত মুক্তি প্রতীক্ষিত 'ডন-টু' ছবির নির্মাতাগোষ্ঠীর পক্ষ নিয়ে তিনি বেশ জোর গলায় দাবি করেছেন, "আমরা সত্যি অবাক হয়ে গেছি এ ধরনের অভিযোগ শুনে, তাঁরা কিভাবে অভিযোগ করলেন 'ডন-টু' নকল ছবি। অমিতাভ বচ্চন অভিনীত 'ডন' ছবির সঙ্গে এবারের 'ডন-টু' ছবির সামান্যতমও মিল নেই। আগের 'ডন' ছবির কোনো সিক্যুয়েল ছিল না। তাহলে নকলের অভিযোগ আসছে কোত্থেকে?" 'ডন-টু' ছবিটি নিয়ে দর্শকদের মনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় একটি মহল চাইছে যেকোনোভাবে ছবিটির মুক্তির সময় ঝামেলা সৃষ্টি করে তা বিলম্বিত করতে। শাহরুখ খান এ ব্যাপারে মিডিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, 'ডন-টু' ছবির বিরুদ্ধে অহেতুক কপিরাইট বিধি লঙ্ঘনের অভিযোগ আনছে যারা, তাদের কোনো অধিকার নেই। শেষ মুহূর্তে একটা ঝামেলা সৃষ্টির ধান্ধায় থাকে বিশেষ একটি মহল। তাদের প্ররোচনায় যদি অপ্রত্যাশিত কিছু ঘটে। তাহলে মিডিয়াই দায়ী হবে।

No comments

Powered by Blogger.