বানের পানিতে কষ্ট by আনিস মাহমুদ

লাস্ট আপডেট- ১৫ জুলাই ২০১৯: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক গ্রাম বানের পানিতে প্লাবিত। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ধলাই নদের পানি বেড়ে উপচে পড়ছে উপজেলার বিভিন্ন গ্রামে। পাঁচ দিন ধরে এমন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে বানভাসি মানুষ। বানের পানিতে তলিয়ে গিয়েছে উপজেলার তেলিখাল, মোস্তফানগর, চানপুর, খায়েরগাঁওসহ বিভিন্ন এলাকার রাস্তা ও ঘরবাড়ি।
বন্যার পানিতে এভাবেই ভাসতে ভাসতে দিন কাটছে ওদের।বন্যার পানিতে এভাবেই ভাসতে ভাসতে দিন কাটছে ওদের।ঝুম বৃষ্টি প্রতিদিনই হচ্ছে। ছাতাই তাই যাতায়াতের ভরসা।ঝুম বৃষ্টি প্রতিদিনই হচ্ছে। ছাতাই তাই যাতায়াতের ভরসা।গবাদিপশু নিয়ে বিপাকে ওরা।গবাদিপশু নিয়ে বিপাকে ওরা।তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে পানি আর পানি।তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে পানি আর পানি।কলাগাছের ভেলায় বানের পানি পার হচ্ছে এক শিশু।কলাগাছের ভেলায় বানের পানি পার হচ্ছে এক শিশু।পানিবন্দী অবস্থাতেই চলছে দৈনন্দিন কাজ।পানিবন্দী অবস্থাতেই চলছে দৈনন্দিন কাজ।উজানের পানিতে ভাসছে সড়ক।উজানের পানিতে ভাসছে সড়ক।বন্যায় বড় সংকট খাবার পানির। দূর থেকে পানি নিয়ে আসছে শিশুরা।বন্যায় বড় সংকট খাবার পানির। দূর থেকে পানি নিয়ে আসছে শিশুরা।সবই তলিয়েছে বানের পানিতে।সবই তলিয়েছে বানের পানিতে।বানের পানিতে ডুবে গেছে ঘর।বানের পানিতে ডুবে গেছে ঘর।

No comments

Powered by Blogger.