ফাঁসির মঞ্চ দিয়ে ৬ষ্ঠ দিনের আন্দোলনঃ সংহতি জানাতে মঞ্চে দীপু মনি by সুকুমার সরকার, মফিজুল সাদিক ও ইমরান আলী

রোববার টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে শাহবাগে। এ আন্দোলন কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিদিনই সৃষ্টি করছে নতুনত্ব।
৬ষ্ঠ দিনের শুরুটাই হয়েছে ফাঁসির মঞ্চ তৈরির প্রস্তুতির মধ্য দিয়ে। শনিবার সারারাত আন্দোলনকারীরা প্রতীকী ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছেন। রোববার সকালে তা শেষ হয়েছে।

এই প্রতীকী মঞ্চকে ঘিরে উৎসুক জনতার ভিড় বাড়ছে ক্রমশই। ‘ফাঁসির মঞ্চ’ জনতার দাবি। জনতার রায়ই সবচেয়ে বড় রায়।

সমাবেশ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বড় বড় দুটি ব্যানার তৈরি করে ঝুলিয়ে দিয়েছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)-এর ব্যানারে লেখা ‘রাজাকারের হয়নি ফাঁসি/ মুক্তিযুদ্ধ হয়নি শেষ/ গর্জে  ওঠো বাংলাদেশ’, ‘কাদের কসাই গোলাম আযম, সাঈদী চোরা নিজামী-আলিম-সাকা মুজাহিদসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই।’

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অপর একটি বড় ব্যানারে লেখা আছে- “লাখো শহীদ ডাক পাঠালো, সব সাথীদের খবর দে/ সারাবাংলা ঘেরাও করে রাজাকারদের কবর দে।’

এদিকে, গণজাগরণ মঞ্চে চলছে নানা ধরনের স্লোগান- ‘সাইদী-নিজামী ভাই ভাই/এক দড়িতে ফাঁসি চাই’ ‘শাহবাগের মোহনা/ তোমার আমার ঠিকানা’।

সংহতি জানাতে মঞ্চে দীপু মনি
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

তবে তিনি কোনো বক্তব্য রাখেননি।

রোববার দুপুর পৌনে ১টায় মঞ্চে এসে উপস্থিত হন তিনি। এসময় তিনি হাত নেড়ে আন্দোলনকরীদের অভিবাদন জানান দীপু মনি।

এর পর ১টা ৫৫ মিনিটের দিকে গণজাগরণ চত্বর ত্যাগ করেন তিনি।

No comments

Powered by Blogger.