তিন খুনের মামলা- নবীনগরে ইউপি চেয়ারম্যানসহ ৮২ জন জেলহাজতে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন খুনের মামলায় নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপসহ ৮২ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারিক হাকিম সাইফুর রহমান ছিদ্দিক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৬ ডিসেম্বর নবীনগরের চিত্রী গ্রামে দু’দলের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সাবেক ইউপি সদস্য গুতু মিয়া (৫০), মনু মিয়া (৫৫) ও হাছান মিয়া (৪৫) নামে তিনজন নিহতসহ অর্ধশত লোক আহত হন। এই তিন খুনের ঘটনা নিয়ে চিত্রী গ্রাম এখনো উত্তাল।

No comments

Powered by Blogger.