জার্গেনসেনই জাতীয় দলের হেড কোচ

আর খণ্ডকালীন নয়। এবার এক বছরের জন্যই দায়িত্ব পাচ্ছেন অসি কোচ শেন জার্গেনসেন। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স এ নির্বাচন করে।
জাতীয় দলের সাথে অসি এ কোচ যুক্ত হয়েছিলেন বোলিং কোচ হিসেবে। অসি কোচ স্টুয়ার্ট ল চলে যাওয়ার সময়ই বলে গিয়েছিলেন জার্গেনসেনের কথা। তবুও দক্ষিণ আফ্রিকার রিচার্ড পাইবাসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সে নিয়ে অনেক নাটক। এবং দেশে ফিরে আর আসেনইনি ওই প্রোটিয়া। বিসিবিও পড়ে যায় বিপাকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে গুরুত্বপূর্ণ হোম সিরিজ। কিন্তু অপেক্ষা করেও আর পাওয়া যাচ্ছিল না পাইবাসকে। সিরিজ শুরুর মাত্র ক’দিন আগে ওই জার্গেনসেনের ওপরই খণ্ডকালীন দায়িত্ব দেয়া হয়। যেহেতু তিনি অনেক দিন থেকেই জাতীয় দলের সাথেই ছিলেন, তাই তারও তেমন কোনো সমস্যা হয়নি। তেমনি মানিয়ে নিতে প্রবলেম হয়নি মুশফিকুরদেরও। বরং জার্গেনসেনকে পেয়ে খুুুশি খেলোয়াড়েরা। জার্গেনসেনও বিমুখ করেননি। তার সঠিক নির্দেশনার ফলও পাওয়া যায়। নিজ মাঠে দুর্দান্ত ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতে যায় ৩-২ এ। তবে সূচনাটা যেভাবে হয়েছিল তাতে ৫-০ও হতে পারত। এ ছাড়াও একমাত্র টি-২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করায় আস্থা বেড়ে যায় বিসিবির। এরপর একজন হেড কোচের জন্য যখন বিজ্ঞাপন দেয়া হয় তখনো জার্গেনসেনকে আবেদন করতে বলা হয়েছিল। গতকাল বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ নয়া দিগন্তকে বলেন, ‘যে আবেদনগুলো পড়েছে, তার মধ্যে জার্গেনসেনকেই সব দিক থেকে যোগ্য মনে হয়েছে। বিশেষ করে তার তত্ত্বাবধায়নে গত হোম সিরিজে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে জাতীয় দল। ফলে সব বিবেচনা করেই তাকে আগামী এক বছরের জন্য হেড কোচ করার সিদ্ধান্ত  নেয়া হয়েছে।’ তার যোগ্যতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘শুধু তা-ই নয়, আমরা ওর প্লান-  প্রোগ্রামগুলো দেখেছি। সে ছুটিতে দেশে যাওয়ার প্রাক্কালে যেভাবে পরিকল্পনা সেট করে দিয়ে গেছেন সেটা আমাদের পছন্দ। আমি নাম বলে খাটো করতে চাই না। তবে যে সব আবেদন পড়েছে হেড কোচের জন্য, তার মধ্যে জার্গেনসেনই সেরা। তিনি যেদিন থেকে দায়িত্ব নেবেন, সেদিন থেকে এক বছর পর্যন্ত তার মেয়াদ হবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘স্থানীয় কোনো কোচকে তার ডেপুটি হিসেবে নেয়ার ব্যাপারে বিজ্ঞাপন দেয়া হয়েছে। সেখান থেকে একজনকে বেছে নেয়া হবে।’

আগেই শোনা গিয়েছিল জার্গেনসেন যদি হেড কোচ হন তাহলে একজন ব্যাটিং কোচ নেয়া হবে। এনায়েত হোসেন বলেন, ‘আমরা খুব শিগগিরই একজন ব্যাটিং কোচ নিয়োগ দিতে যাচ্ছি। মানের দিক থেকে অনেক ভালো একজনকেই আমরা ওই দায়িত্ব দেব। যদি শ্রীলঙ্কা সফরের আগে তাকে না পাওয়া যায়, তাহলে এরপর জিম্বাবুয়ে সিরিজের আগে অবশ্যই তাকে কনফার্ম করা হবে।’ তবে তিনি আবারো জোর দিয়ে বলেন, ‘শ্রীলঙ্কা সফরের আগেই আমরা ব্যাটিং কোচ নিশ্চিত করার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।’

No comments

Powered by Blogger.