শাহবাগ বর্তমানে জনসমুদ্র by ইশতিয়াক হুসাইন, সেরাজুল ইসলাম সিরাজ ও ইসমাইল হোসেন

রোববার সন্ধ্যায় জনসমুদ্রে রূপ নিয়েছে পুরো শাহবাগ এলাকা। পুরো শাহবাগ এলাকা ছাপিয়ে জনতার ঢল বর্তমানে পশ্চিমে কাঁটাবন, পূর্বে রমনা, উত্তরে রূপসী বাংলা মোড় ও দক্ষিণে টিএসসিতে গিয়ে ঠেকেছে।
শুক্রবার ছিল মহাসমাবেশ। রোববার সমাবেশ বা মহাসমাবেশ কিছু না থাকলেও বিকেলের মধ্যেই ভরে যায় পুরো এলাকা। রাত যতই সন্ধ্যা গড়িয়ে রাত যতই বাড়ছে, জনতার ঢল যেন উপচে পড়তে চাইছে।
অনেকেই অফিস শেষে সোজা হাজির হয়েছেন শাহবাগে। আন্দোলনকারীদের সঙ্গে সুর মিলিয়ে গগণ বিদারী আওয়াজ তুলছেন- ‘আর কোনো দাবি নাই, এক দড়িতে ফাঁসি চাই।’

আশরাফুল ইসলাম নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “চাকরি করি। সে কারণে অফিসে গেছিলাম। কিন্তু মনটা পড়েছিল এখানে। তাই, অফিস শেষে সোজা এখানে এসে হাজির হয়েছি।”
তিনি বলেন, “রাত ১২টা পর্যন্ত থাকবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন রুটিনের কথা জানিয়েছি বাসায়। আমার স্ত্রীকেও বলেছি সেও আসবে মাঝে মাঝে।”

তিনি বলেন, “দেশের জন্য কিছু করতে পেরে অনেক ভালো লাগছে। শয়তানদের (জামায়াত) আস্ফালন আর দেখতে মন চায় না। এতগুলো মানুষকে খুন করে পার পেয়ে যাবে এটা হতে দেওয়া যায় না।”

No comments

Powered by Blogger.