ইংল্যান্ড ৪০ রানে হারাল নিউজিল্যান্ডকে

তিনটি টি-২০ ম্যাচ। মুখোমুখি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথমটি হলো গতকাল। কিছুটা শঙ্কায় ছিল সফরকারী ইংল্যান্ড। কারণ কিউইরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ জয় করেছে।
মানসিকভাবে উজ্জীবিত এ দলকে অকল্যান্ডে মোকাবেলা করতে হবে। কিন্তু সফরকারী ইংল্যান্ডের সামনে নিউজিল্যান্ড দাঁড়াতেই পারেনি। তারা ৪০ রানে হেরে গেছে। টপঅর্ডারদের ব্যাটিংশৈলীর ওপর ভর করে ইংল্যান্ড ২১৪ রান করে ৭ উইকেট হারিয়ে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৭৪ রান করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৯ রানেই ওপেনার অ্যালেক্স হেলসকে হারায়। পরে ল্যাম ও লুক রাইটের ৬০ রানের জুটি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় ইংল্যান্ডকে। কিন্তু ৩ রানের ব্যবধানে রাইট ৪২ ও ল্যাম ২২ রান করে আউট হওয়ার পর মরগান বিয়ারস্টোরকে সাথে নিয়ে দারুণ খেলেন। তারা ৮১ রানের জুটি গড়েন। মরগান ২৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রান করেন। বিয়ারস্টোর ৩৮ রানে মাঠ ছাড়লেও জজ বাটলার ১৬ বলে ৩২ রানের যে অপরাজিত ইনিংস খেলেন, তাতেই ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, রনি ও এলিস। জয়ের লক্ষ্যে এরপর খেলতে নামে নিউজিল্যান্ড। শুরুটা তাদের মন্দ হয়নি। হামিস রাদারফোর্ড ও মার্টিন গুপতিল ২০ বলে ৩১ রান তুলে কিছুটা আশা জাগান। গুপতিল সর্বোচ্চ ৪৪ রান করেন। ইংলিশ অধিনায়ক ব্রড তার সেরা বোলিং দেখিয়েছেন অকল্যান্ডে। তিনি ২৪ রানে ৪ উইকেট নেন। ব্রডের পাশাপাশি স্টিফেন ফিন এ ম্যাচে জয়ী হওয়ার জন্য বিশেষ অবদান রাখেন। তিনি নেন ৩টি উইকেট। এ ছাড়া লুক রাইট ২ উইকেট নেন। হ্যামিলটনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.