চট্টগ্রামে মন্ত্রী আফসারুল আমীন লাঞ্ছিত

প্রাথমিক ও গণশিা মন্ত্রী আফসারুল আমীন চট্টগ্রামে লাঞ্ছিত হয়েছেন। শনিবার জামায়াত নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে নগরীর প্রেস কাবে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দিতে গেলে তিনি লাঞ্ছিত হন।
প্রতিবাদ সমাবেশে মন্ত্রী আফসারুল আমীন উপস্থিত হলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার দিকে পানির বোতল ছুড়ে মারে। পরে অবস্থা বেগতিক দেখে তিনি প্রেস কাবে ঢুকে পড়েন। এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় তিনি চলে যান।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে মন্ত্রী বক্তৃতা দেয়ার জন্য মাইক হাতে নেয়ার চেষ্টা করলে তরুণরা ‘না’ ‘না’ বলে স্লোগান দিতে থাকে। এর পরও মন্ত্রীর সাথে আসা ছাত্রলীগ কর্মীরা জোর করে মন্ত্রীকে বক্তব্য দিতে বললে তার দিকে বোতল ছুড়ে মারতে দেখা যায়।

এ সময় ছাত্রলীগ কর্মীদের সাথে উপস্থিত তরুণদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রেস কাবের নেতারা এসে মন্ত্রীকে কাবের ভেতরে নিয়ে যান। পরে পুলিশ পাহারায় মন্ত্রীকে নিরাপদে গাড়িতে পৌঁছে দেয়া হয়।

এর আগে শুক্রবার তরুণদের সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দিতে এলে তাকেও বক্তব্য না দিয়ে ফিরে যেতে হয়।

No comments

Powered by Blogger.