ড্রোন হামলার নথি প্রকাশের আহ্বান অ্যাসাঞ্জের

আলোচিত বিকল্প গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ  মার্কিন কর্মকর্তাদের ড্রোন হামলার গোপন নথি প্রকাশের আহ্বান জানিয়ে বলেছেন, সজ্ঞানে নিজ নাগরিকদের হত্যা থেকে বিপর্যয়ের প্রমাণ পাওয়া যায়।
জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের সহস্রাধিক গোপন নথি প্রকাশ করে মার্কিন কর্মকর্তাদের রোষানলে পড়েন। অপরিচিত একটি মার্কিন টেলিভিশনে উপস্থিত হয়ে তিনি আলকায়েদার সাথে কথিত সম্পর্কের দায়ে মার্কিন নাগরিকদের হত্যায় ওবামা সরকারের বিতর্কিত সবুজ সঙ্কেতের নিন্দা করেন।

এইচবিও টেলিভিশনের টকশোতে তিনি বলেন, নির্বাহী বিভাগ যদি সিদ্ধান্ত প্রকাশিত হওয়া ছাড়াই ইচ্ছাকৃতভাবে নাগরিকদের হত্যা করে, তাহলে তার চেয়ে বড় বিপর্যয় আমি আছে বলে মনে করি না। এ জন্যই আমাদের প্রয়োজন উইকিলিকসের মতো সংস্থা। এসব আইন ও বিধি সম্পর্কে অবহিত ওয়াশিংটনের কেউ আমাদের সাথে কাজ করতে চাইলে আমি তাকে উৎসাহ দেবো। আমরা আপনার পরিচয় গোপন রাখব এবং সময় মতো তা প্রকাশ করব।

No comments

Powered by Blogger.