চিত্র বিচিত্রঃ কুমিরের লাল চু!

কুমির নামটিই ভয়ঙ্কর। আর তা যদি হয় পানিতে তাহলে তো কথাই নেই। কিছুটা ভাসমান অবস্থায় সেই কুমিরের চোখ থেকে লাল রশ্মি বের হচ্ছে এমন দৃশ্য প্রত্যক্ষ করতে পারা ভয়ানক হলেও বিরল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফোরিডা স্টেট পার্কের মিয়াক্কা নদীতে এমন একটি কুমিরকে দেখা যায় সূর্য ডুবে যাওয়ার পরই। তার লাল চোখ থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছিল। এমনি ছবি ক্যামেরায় বন্দী করেন ল্যারি লিঞ্চ। মাত্র ৭ মিটার দূর থেকে তিনি এ ছবিটি তোলেন। ডেইলি মেইল খবরটি নিশ্চিত করে।

ল্যারি কুমিরের এ ছবিটির নাম দেন ‘ওয়ার্নিং নাইট লাইট’। ন্যাচারাল হিস্টরি অ্যানিমেল পোর্টেট বিভাগে পুরস্কার জিতে নেন ল্যারি এ ছবিটি দিয়েই। ল্যারি বলেন, এ ধরনের ছবি তোলা খুবই বিপজ্জনক। ক্যামেরার ফাশ খুব কম করে দিয়ে ল্যারি এ ছবিটি তুলতে সক্ষম হন। একেবারে জলের কাছে কাদা থেকে কয়েক ইঞ্চি দূরে হাঁটু গেড়ে ক্যামেরায় যখন চোখ রাখেন ল্যারি তখন কপাল ভালো কুমিরটি তার ওপর কোনো রকম আক্রমণ করেনি।

No comments

Powered by Blogger.