মৃত্যুরহস্য উদঘাটনে চিলির নোবেল বিজয়ী কবি নেরুদার লাশ উত্তোলনের নির্দেশ

চিলির নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদার মৃত্যুরহস্য উদঘাটনে তার দেহাবশেষ উত্তোলনের নির্দেশ দিয়েছেন দেশটির একজন বিচারক।
পাবলো নেরুদা ফাউন্ডেশন জানিয়েছে, আগামী মার্চে তার দেহাবশেষ উত্তোলনের তারিখ ঘোষণা করা হবে। বামপন্থী কবি পাবলো নেরুদা ১৯৭৩ সালে এক সামরিক অভ্যুত্থানে সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে মতাচ্যুত করে জেনারেল অগাস্তো পিনোশের মতা গ্রহণের ১২ দিন পর মারা যান। দীর্ঘ দিন ধরে মনে করা হয়েছে, তিনি প্রোস্টেট ক্যান্সারে মারা গেছেন। কিন্তু ২০১১ সালে কর্মকর্তারা নেরুদার গাড়িচালক ও সহযোগীর দাবি অনুযায়ী এই নোবেল বিজয়ী কবিকে পিনোশে সরকারের এজেন্টরা বিষ প্রয়োগ করে হত্যা করেছে কি না তার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেন। নেরুদা তার প্রেমের কবিতা এবং দণি আমেরিকার ইতিহাস ও জনগণকে নিয়ে রচিত তার মহাকাব্য কান্তো জেনারেল-এর জন্য সুপরিচিত।

No comments

Powered by Blogger.