করণ ও নাসিমা চ্যাম্পিয়ন

২৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন ভারতের করণ তাউঙ্ক। গতকাল শেষ রাউন্ডে ২৮১ গ্রস স্কোরে পারের চেয়ে ৭ স্ট্রোক কম খেলে চ্যাম্পিয়নের স্বাদ পেলেন তিনি।
রানারআপ হয়েছেন বাংলাদেশের সজীব (২৮৮)। এ ছাড়া সাগর তৃতীয় ও নাজিম চতুর্থ হয়েছেন। মহিলা দলগতে নাসিমা আক্তার শিবা ও অরুণী (এ দল) ৩১৫ গ্রস স্কোরে শিরোপা জিতেন। লুনা ও ফাতেমা (বি দল) রানার্সআপ হন। মহিলা এককে বাংলাদেশের নাসিমা আক্তার শিবা পারের চেয়ে ৫ স্ট্রোক বেশি খেলে চ্যাম্পিয়ন এবং অরুণী পারের চেয়ে ২২ স্ট্রোক বেশি খেলে রানারআপ হন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান। আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

No comments

Powered by Blogger.