তুষারঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র পাঁচ রাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় আঘাত হানার পর পাঁচ রাজ্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপ। বরফের চাদরে ঢেকে গেছে পুরো এলাকা। বিস্তীর্ণ অঞ্চলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

এতে অন্তত ছয় লাখ বাড়িঘর, ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর মধ্যে বেশির ভাগই নিউ ইংল্যান্ড রাজ্যের বাড়িঘর। তুষারঝড়ের কারণে  যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ও এর প্রতিবেশী রাজ্যে শুক্রবার সব ফাইট বন্ধ রাখা হয়। নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমোর কার্যালয় থেকে বলা হয়েছে, প্রতিবেশী নিউ জার্সি রাজ্যের লাগার্ডিয়া ও নিউআর্ক লিবার্টি বিমানবন্দরে সব ফাইট বন্ধ করে দেয়া হয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরও একই পদপে নেয়।

গভর্নর জানান, নিউ ইয়র্কের পাঁচটি বিমানবন্দরই খোলা রয়েছে। কিন্তু এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম সীমিত করায় দুই হাজার ৩ শ’রও বেশি ফাইট বাতিল হয়ে গেছে। এর ফলে প্রচুর যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে।

No comments

Powered by Blogger.