উত্তর প্রদেশে তীব্র শীতে ১৭৫ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে তীব্র শীতে ১৭৫ জন মারা গেছে। এদের বেশির ভাগই গৃহহীন ও প্রবীণ। উত্তর প্রদেশ ছাড়াও দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জাব, হরিয়ানা রাজ্যেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
ভারতের সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, গত কয়েক সপ্তাহে প্রচণ্ড শীতে শুধু উত্তর প্রদেশেই মারা গেছে ১৭৫ জন। ভারতের সবচেয়ে জনবহুল এ রাজ্যে তাপমাত্রা হিমাঙ্কেরও নীচে নেমে গেছে। দেশটির উত্তরের রাজ্য রাজস্থান, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও শীতের তীব্রতা বেড়েছে।
এর আগে গত সপ্তাহে রাজধানী দিলি্লতেও ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শৈত্যপ্রবাহের কারণে দিলি্লর সব স্কুল আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের তীব্রতা আরো কয়েক দিন চলতে পারে। গত সোমবার রাজধানী দিলি্লর তাপমাত্রা ছিল ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.