লিবিয়া সরকারের দাবি-গৃহযুদ্ধে ধারণার চেয়ে কম হতাহত হয়েছে

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিবিরোধী আন্দোলনে ধারণার চেয়ে অনেক কম লোকজন হতাহত হয়েছে। আট মাসের লড়াইয়ে বিদ্রোহীদের পক্ষের চার হাজার ৭০০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে দুই হাজার ১০০ জন। গাদ্দাফিপক্ষের লোকজনের হতাহতের পরিমাণও প্রায় সমান।
লিবিয়ার শহীদ ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে গঠিত মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিফতাহ দুওয়াদি গত মঙ্গলবার এ কথা জানান।
২০১১ সালের অক্টোবরে গাদ্দাফিকে হত্যার মধ্য দিয়ে আট মাসের গৃহযুদ্ধের অবসান ঘটে। একই সঙ্গে গাদ্দাফির ৪২ বছরের শাসনামলের পতন ঘটে। ওই সময় প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বিদ্রোহীরা দাবি করেছিল, উভয়পক্ষের লড়াইয়ে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। পরে হতাহতের তথ্য যাচাই-বাছাই করে জানানো হয়, নিহতের সংখ্যা ২৫ হাজারের কম এবং নিখোঁজ রয়েছে চার হাজার। দৈনিক লিবিয়া হেরাল্ড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মিফতা বলেন, 'গাদ্দাফিবিরোধী লড়াইয়ে হতাহতের সংখ্যা আবার খতিয়ে দেখা হচ্ছে। তবে এ সংখ্যায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। যুদ্ধে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এ মুহূর্তে আমি আপনাদের জানাতে পারছি না। আমার হাতে থাকা তথ্য অনুযায়ী, অভ্যুত্থানকারীদের পক্ষের চার হাজার ৭০০ মানুষ শহীদ হয়েছে।' সূত্র : গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.