মেসির সাফল্য বার্সার বিনিয়োগ

তিন দশক আগে ইয়োহান ক্রুইফ একটা বীজ বুনেছিলেন। সেটাই ক্রমে চারাগাছ থেকে আজ মহীরূহ। তারকা ফুটবলার কেনার বদলে উঠতি কিশোরদের ওপর আস্থা রেখে বেশি বিনিয়োগ করার যে সিদ্ধান্ত বার্সেলোনা নিয়েছিল, এখন তারই ফসল পাচ্ছে ক্লাবটি। বার্সার বর্তমান সভাপতি সান্দ্রো রসেল মনে করেন, লিওনেল মেসির টানা চারবার বর্ষসেরা হওয়াও সেই ধারাবাহিকতারই অংশ।
মেসিকে তাই আলাদা করে নয়, রসেল বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বার্সার যুব একাডেমিতে কাজ করা প্রত্যেককে, ‘বার্সার প্রত্যেক খেলোয়াড়, বিজয়ীদের নিয়ে আমি খুবই গর্বিত। গত ৩০ বছর ধরে, লা মাসিয়া তৈরি হওয়ার পর থেকে যেসব মানুষ শ্রম দিয়ে গেছেন, তাঁদের নিয়েও আমি গর্বিত। আমরা সেই পরিশ্রমেরই ফসল তুলছি। প্রত্যেকের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। আমি মনে করি, এটা আমাদের ফুটবলীয় ধারণারই স্বীকৃতি। ফুটবলারদের জীবন মোটেও সহজ নয়। আজ (সোমবার, ব্যালন ডি’অর ঘোষণার দিন) আমরা দেখলাম, কীভাবে ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম স্বীকৃতি পায়। শুধু মেসি বলে নয়, এটা পরিপূর্ণ একটা প্যাকেজের অংশ। এটাই খেলাটি সম্পর্কে আমাদের ধারণা এবং সেই ধারণার ওপর ভিত্তি করে ক্লাবের ধারাবাহিকতারই নিশ্চয়তা দেয়।’
মেসির মন খারাপ করার কিছু নেই। ক্লাবের সভাপতি তাঁর কথাও বলেছেন বিশেষভাবে, ‘জানি না মেসির শেষ সীমা কোথায়। প্রত্যেক বছর সে আগের চেয়ে উন্নতি করে আমাদের, এমনকি তাঁর সতীর্থদেরও বিস্মিত করে। পরের বছর আমরা সম্ভবত টানা পঞ্চম ব্যালন ডি’অরও জিততে চলেছি।’
ফিফা-ফিফপ্রো একাদশের পাঁচ-পাঁচজন খেলোয়াড়ও বার্সেলোনারই। রসেল অবশ্য আশঙ্কা করছেন, বার্সার এই সাফল্য অন্যদের ঈর্ষান্বিতও করতে পারে, ‘আসলে মানুষের আচরণ বোঝা মুশকিল। ফলে আমাদের খেলোয়াড়দের জন্য সেরা তিনে থাকা কঠিনও হয়ে যেতে পারে। মেসি বিশ্বের সেরা এটা জানার পরও যাঁরা অন্যদের ভোট দিয়েছেন, জানি এর পেছনে রাজনৈতিক কারণ ছিল। কিংবা কারা স্রেফ পরিবর্তন চেয়েছে। আমাদের খেলোয়াড়েরা খুব ভালো খেললেও প্রতিবছর এই পুরস্কার জেতা আমাদের জন্য আগের চেয়ে আরও কঠিন হয়ে উঠতে পারে।’ ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.