মঞ্চ সেলিম আল দীনের দ্বিতীয় প্রয়াণ দিবস ও সপ্তাহ ব্যাপী মঞ্চ নাটক

বাংলা নাট্যসাহিত্যের অন্যতম নত্র প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের দ্বিতীয় প্রয়াণ দিবস উপল েঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের উদ্যোগে গত সপ্তাহের মঞ্চে ছিল দুই দিনব্যাপী অনুষ্ঠান।
কর্মসূচীর অংশ হিসেবে ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ ছাড়া জাবির শিক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সেলিম আল দীনের নামকরণে গ্রন্থাগার উদ্বোধন, সেমিনার, গানের আসর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে মঞ্চস্থ হয় সেলিম আল দীনের রচনায় নাটক 'প্রাচ্য'। ১৫ জানুয়ারি ঢাকা থিয়েটারের আয়োজনে শিল্পকলা একাডেমীর সেমিনার ক েঅনুষ্ঠিত হয় সেলিম আল দীন স্মারক বক্তৃতা। 'বিচ্ছেদের শোকে উচ্ছেদের কষ্ট, ও সংস্কৃতির কাজ' শীর্ষক স্মারক বক্তব্যে সেলিম আল দীনের নাটকে নাট্যকার যে বিচ্ছেদ ও উচ্ছেদকে উপস্থাপনের রূপকে তুলে ধরেছেন তা বক্তব্যে তুলে আনা হয়েছে দারম্নণভাবে। এ ছাড়া তার সৃষ্টি, বিচিত্র ভাবনা ও শিল্পের গভীর সত্মরে প্রবেশের নানা বিষয়াদী বক্তব্যে প্রতিফলিত হয়। এর আগে বক্তব্যে অংশ নেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানের শেষদিকে আলোচনায় অংশ নেন আইটিআই বাংলাদেশ সভাপতি নাট্যজন আতাউর রহমান, পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ উপস্থিত নাট্যজনরা। সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর মূল মঞ্চে মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের প্রযোজনায় সেলিম আল দীনের নাটক 'ধাবমান'। শিমূল ইউসুফের নির্দেশনা, মঞ্চপরিকল্পনা ও সুর সঙ্গীতে নির্মিত এই নাটকে মানুষের প্রতি প্রাণিকুলের আবেগ ও ভালবাসার এক বিরল দৃষ্টানত্ম উঠে আসে। পাশাপাশি প্রাণিকুলের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি, আবেগের গভীরতর সত্মরের বহির্প্রকাশ মনোরমভাবে নাট্যকার তুলে এনেছেন নাটকে। নাটকে মূলত মানুষ ও প্রাণীর প্রতি নাট্যকারের সহমর্মি ভাব ও ভালবাসার বিষয়গুলো ফুটে উঠেছে দারম্নণভাবে। এ ছাড়াও গত সপ্তাহজুড়ে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও নাটক সরণি মহিলা সমিতি মঞ্চজুড়ে ছিল নাটকে নাটকে উত্তাল। সপ্তাহজুড়ে যে নাটকগুলো মঞ্চস্থ হয়েছে তার মধ্যে উলেস্নখযোগ্য থিয়েটারের মুক্তি, নাট্যযোদ্ধার করাল, নাট্যতীর্থের কমলা সুন্দরী, বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশনের মহুয়া, আরণ্যকের এবং বিদ্যাসাগর, নবনাটের নবাব সিরাজ-উদ-দৌলা, হঠাৎ নাট্য সমপ্রদায়ের সংযাত্রা, নাগরিক নাট্য সমপ্রদায়ের অপেমাণ, অবয়ব-এর ভীমরতি, মহাকালের শিখ-ী কথা মঞ্চ মাতিয়ে তোলে। হ
ঁ শিহাব ফারম্নক

No comments

Powered by Blogger.