জাতিসংঘের দাবি-সিরিয়ায় সংঘাতে মারা গেছে ৬০ হাজার মানুষ

সিরিয়ার চলমান সংঘাতে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। জাতিসংঘ গত বুধবার এ দাবি করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা_সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) অবশ্য গত সোমবার জানায়, দেশটির গত ২১ মাসের সহিংসতায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রধান শহর আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে ফেলেছে বিদ্রোহীরা। এসওএইচআর জানিয়েছে, ইদলিব প্রদেশের তাফতানাজ সামরিক ঘাঁটিও ঘিরে ফেলেছে বিদ্রোহীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে কট্টর ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী_আল-নুসরাত ফ্রন্ট ও আহরার আল-শাম। উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় ঘুতা এলাকায় গত বুধবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৫০ জন মারা গেছে। স্থানীয় একটি বেসরকারি সংস্থা এ দাবি করেছে। এ ছাড়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলেপ্পোর সাখুর ডিসট্রিক্টসহ মারিয়া ও আজাজ শহরে রাতভর বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এসওএইচআর জানিয়েছে, বুধবার দিনভর দেশজুড়ে ৫৯ জন মারা গেছে। এদের মধ্যে একই পরিবারের ১২ সদস্য রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাবি পিল্লাই বুধবার এক বিবৃতিতে জানান, গত নভেম্বর পর্যন্ত ৫৯ হাজার ৬৪৮ জন মারা গেছে। নাবি পিল্লাই বলেন, 'নভেম্বরের শেষের দিক থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে টানা লড়াই চলছে। তাই আমাদের অনুমান, চলতি বছরের শুরু পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আমাদের ধারণার চেয়েও মৃতের সংখ্যা বেশি হতে পারে। এটা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার।'
এদিকে সিরিয়ায় একজন মার্কিন সাংবাদিক অপহৃত হয়েছেন। তাঁর নাম জেমস ফোলে (৩৯)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২২ নভেম্বর ইদলিব প্রদেশ থেকে একদল সশস্ত্র মানুষ তাঁকে অপহরণ করে। পরিবারের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে। ফ্রিল্যান্স এই সাংবাদিক বার্তা সংস্থা এএফপির জন্যও সংবাদ সংগ্রহের কাজ করতেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.