নিউ ইয়র্কে গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আগুন নেভাতে গিয়ে এক অস্ত্রধারীর গুলিতে দুজন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ দুই ফায়ার সার্ভিসকর্মী আহত হন। গত সোমবার সকালে ওয়েবস্টার শহরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অস্ত্রধারীর গুলিবিদ্ধ মৃতদেহও পাওয়া যায়।
পুলিশের ধারণা, আগুন লাগার ঘটনা সাজিয়ে ফাঁদে ফেলা হয়েছে ওই ফায়ার সার্ভিসকর্মীদের। হত্যার পর অস্ত্রধারীও আত্মহত্যা করে।
স্থানীয় সময় ভোর ৬টার দিকে আগুন লাগলে আশপাশের বাসিন্দাদের গাড়িতে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনে সাতটি বাড়ি পুড়ে গেছে। অস্ত্রধারী ৬২ বছরের উইলিয়াম স্পেংলার তাঁর দাদিকে হত্যার অভিযোগে ১৭ বছর কারাভোগ করেন। স্পেংলারের বোনকেও খুঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের আশঙ্কা, তিনি হয়তো পুড়ে মারা গেছেন। সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.