বাধা পেরিয়ে জীবন চলার পথের শিক্ষা

‘আমরা লেখাপড়া করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এগিয়ে চলার পথে যদি কোনো বাধা আসে, সেটাও আমরা অতিক্রম করতে চাই। স্কাউটসের সমাবেশে জীবন চলার পথের সেই শিক্ষাই আমরা পাচ্ছি।
’ কথাগুলো বলছিল নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকার সালদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অনুকূল সূত্রধর।
নরসিংদীর সৈয়দপুর আনোয়ার আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রী রুমি আক্তার বলে, ‘এখানে দুই দিন ধরে আমরা বেশ কয়েকটি কঠিন বিষয়ে (“চ্যালেঞ্জ”) অংশ নিয়েছি। প্রথমে ভয় পেলেও পরে সেগুলো সাহসের সঙ্গেই অতিক্রম করেছি। আমরা সমাজের যেকোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে চাই।’
মানবসেবায় স্কাউটিং—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের শালবনে বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণ কেন্দ্রে চলছে ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশ। গত রোববার শুরু হওয়া ছয় দিনব্যাপী এ সমাবেশের গতকাল মঙ্গলবার ছিল তৃতীয় দিন।
শিক্ষক ও স্কাউটলিডার মো. আবদুল সোবাহান বলেন, সব শিক্ষার্থীর জন্য স্কাউটিং বাধ্যতামূলক করা প্রয়োজন।
বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. লিয়াকত হোসেন জানান, স্কাউটদের জন্য যে চ্যালঞ্জগুলো রাখা হয়েছে, তার সবই শিক্ষণীয়। বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) ও সমাবেশের যুগ্ম প্রধান মো. শামীমুল হক বলেন, স্কাউটরা গতকালও ১২টি চ্যালেঞ্জে অংশ নিয়েছে।

No comments

Powered by Blogger.