ঐকমত্য হলে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হতে পারে

জাতীয় ঐকমত্য হলে অবশ্যই জামায়াতে ইসলামী নিষিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, যদি দেশের জনগণ সোচ্চার হয়ে জামায়াতের রাজনীতি বন্ধের দাবি জানায়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ সরকার এটা বিবেচনা করবে।


আজ রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাহবুব উল আলম হানিফের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্টেশনের উদ্বোধন ঘোষণা করেন।
জামায়াতের তাণ্ডব সম্পর্কে হানিফ অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি দুই দলই এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে অরাজকতা সৃষ্টি করছে।
এ সময় সেখানে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ সুলতানা তরুণ, কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সহকারী পরিচালক শাওকাত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.