রাহুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ ইসির

কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ২০০৯ সালে লোকসভা নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে যেসব কাগজ জমা দিয়েছিলেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি জনতা পার্টির প্রধান সুব্রামনিয়াম স্বামী অভিযোগ করেন, মনোনয়নপত্রের সঙ্গে রাহুল তাঁর সম্পদের সঠিক হিসাব দেননি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাহুলের নির্বাচনী এলাকা আমেথির রিটার্নিং অফিসারকে ওই নির্দেশ দিয়েছে ইসি।


ইসি সচিব আরকে শ্রীবাস্তব গত ১৫ নভেম্বর আমেথির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি বলেছেন, ২০০৯ সালের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাহুল তাঁর সম্পদের ভুল হিসাব জমা দিয়েছিলেন বলে সুব্রামনিয়াম অভিযোগ করেছেন। কারো বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্য জমা দেওয়ার অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার দায়িত্ব পড়ে রিটার্নিং অফিসারের ওপর। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন।
চলতি মাসের শুরুর দিকে সুব্রামনিয়াম অভিযোগ করেন, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডে রাহুল গান্ধীর মালিকানা ছিল। কিন্তু ২০০৯ সালের নির্বাচনের সময় ইসিতে জমা দেওয়া কাগজপত্রে রাহুল তা উল্লেখই করেননি। তবে রাহুল বরাবরই ওই অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.