অলিম্পিকের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন গেলেন প্রধানমন্ত্রী

অলিম্পিক গেমস-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বুধবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২৭ জুলাই লন্ডনের বাকিংহাম প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।


শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। লন্ডনের স্থানীয় সময় বিকেল তিনটা ৩০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা ছিল। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং আওয়ামী লীগের জেষ্ঠ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী লন্ডনে পাঁচ দিন অবস্থানকালে বিভিন্ন সম্প্রদায়ের নেতা ও পেশাজীবীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে যোগ দেবেন। খবর বাসসের।

No comments

Powered by Blogger.