সন্দেহভাজন ফসিকে দিল্লির কাছে হস্তান্তর

আবু জান্দালের পর আরেক ভারতীয় বংশোদ্ভূত সন্দেহভাজনকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করেছে সৌদি আরব। তাঁর নাম ফসি মোহাম্মাদ (৩৫)। গতকাল সোমবার রিয়াদ থেকে দিল্লি বিমানবন্দরে পেঁৗছার পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২০১০ সালে দিল্লি ও ব্যাঙ্গালুরুতে বোমা হামলায় তার সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হয়।


দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'এক বছর আগে সৌদি আরবের পুলিশ ফসিকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি সেখানেই বন্দি ছিলেন।' ফসিকে হস্তান্তরের ব্যাপারে অনেক দিন ধরেই রিয়াদের সঙ্গে দেনদরবার করে নয়াদিল্লি। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল দিয়েও ভারত ফসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায়। এর পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাঁকে ভারতে ফেরত পাঠায়।
পেশায় প্রকৌশলী ফসি নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মুজাহিদিনের সদস্য বলে ধারণা করা হয়। দিল্লি পুলিশের বিশেষ সেলে তাঁকে রাখা হয়েছে। সূত্র : পিটিআই, জি নিউজ।

No comments

Powered by Blogger.