কবিতা-বৃষ্টির শব্দ শোনা যায়!-বিষ্টি পড়ে by মানিক মোহাম্মদ রাজ্জাক

বিষ্টি পড়ে টাপুর টুপুর
কালো মেঘে যায় হারিয়ে
দীপ্ত দুপুর


গর্জে ওঠে মেঘ
দখিন বাতাস কাঁপিয়ে আকাশ
দেয় বাড়িয়ে বেগ

কদম ডালে কদম দোলে
ঢেউ ছুটে যায় নদীর কোলে
মেঘের মাঝে
নতুন সাজে সূর্য দেখায় মুখ

মেঘ-বিষ্টি-রোদের মেলায়
খেঁক শেয়ালের বিয়ের বেলায়
মন করে উন্মুখ

হঠাৎ আবার পুব আকাশে
রংধনু তার রং ছড়িয়ে
ইচ্ছে মতো হাসে
মেঘের ভেলায় রঙের মেলায়
রোদের আলো ভাসে


রঙধনু

মঞ্জুর রহমান বাবু


বৃষ্টি শেষে রঙধনু ওই
উঠলো আকাশ ছুঁয়ে,
আকাশ খাতায় রঙের ছবি
রোদ-বৃষ্টি দুইয়ে।

সাতরঙে রাঙিয়ে আকাশ
বসে রঙের মেলা,
সূর্যের আলো সাঁতার কাটে
সারা বাদল বেলা।

মেঘের ভেলা আকাশ ছাতায়
আঁধার ঘন নামে,
রঙধনুর সেই মুচকি হাসি
হারায় দূর গ্রামে।

বর্ষাকালের এমন ছবি
দুই একবার মেলে,
একপলকে ছেলে-বুড়ো
আকাশ তলে ঝুলে।


বৃক্ষমেলা

আবু সাইদ কামাল


ঝপঝপিয়ে বৃষ্টি নামলে হইচই শুরু মেলাতে
সবাই তখন মেতে উঠলো ছোটাছুটির খেলাতে।
কেউ অফিসের বারান্দায় যায় কেউ বা ঠাঁই নেয় স্টলে,
যারা মেলার স্টলে থাকে ভিজে বৃষ্টির জলে।
বৃক্ষমেলার মানুষ তখন নানাদিকে ছুটে যায়,
এক মুহূর্তে মেলার মানুষ বারান্দাতে উঠে যায়।
জনশূন্য বৃক্ষমেলায় বৃষ্টি সে কী নাচে রে,
স্টলের ভিতর ঠাঁসা মানুষ ভিজে বৃষ্টির আঁচে রে!
বৃষ্টি শেষে মেলা থেকে সবাই কিনে চারা,
সারা দেশে লাগলো বুঝি গাছ লাগানোর সাড়া।


নিজেকে জানো

ছাব্বির হোসেন

অপরকে জানার আগে
নিজেকে তুমি জানো,
অন্যের কথা মানার আগে
নিজের কথা মানো।
বিশ্বে যারা সম্মানিত
তারা নিজেদের জানতো,
অন্যের কথা মানতো না বরং
নিজের কথা মানতো।
তুমি একটু ভেবে দেখ
তোমার খারাপ দিক,
তারপরই তুমি ভালো পথে
চলবে ঠিক ঠিক।

সহবতপুর উচ্চ বিদ্যালয়
৯ম শ্রেণী, নাগরপুর, টাঙ্গাইল

No comments

Powered by Blogger.