স্টার প্রোফাইল by মোহাম্মদ আসিফ

পাকিসত্মান ক্রিকেট বিশ্বে সবসময়ই প্রতিভাবান ক্রিকেটার দিয়ে এসেছে। আর এই ধারাবাহিকতায় মোহাম্মদ আসিফও একজন। ক্যারিয়ারের বিভিন্ন সময় ভাল-খারাপ মিলিয়ে বর্তমানে নিজেকে দলের একটি অপরিহার্য শক্তিতেই পরিণত করেছেন তিনি। ২ জানুয়ারি ২০০৫-এ অভিষেক করা এই প্রতিভাবান ফাস্ট বোলার প্রথম থেকেই নিজেকে ফুটিয়ে


তুলেছেন স্বীয় প্রতিভায়। পাকিসত্মান দলের একজন গুরম্নত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও দায়িত্বহীনতার পরিচয় দেন তিনি ২০০৮ আইপিএল আসর শেষে দেশে ফেরার সময় দুবাই বিমানবন্দরে ড্রাগসহ ধরা পড়লে। ১৯ দিন কারাজীবন শেষে আইসিসির আইন ভঙ্গ করায় ১ বছরের জন্য আনত্মর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাঁকে। এক বছরের নিষিদ্ধ জীবন শেষে ২০০৯-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে ফেরেন তিনি। ওয়ানডেতে তেমন একটা ভাল না করতে পারলেও টেস্টে দারম্নণ পারফর্ম করছেন তিনি। নিউজিল্যান্ড সফরে তিন টেস্টে ১৯টি উইকেট নিয়ে দলে ফেরাকে বেশ ভালই উদযাপন করেছেন তিনি। চলমান অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৪১ রানে ৬ উইকেট নিয়ে অসিদের ১২৭ রানেই গুটিয়ে দেন আসিফ। টেস্ট ক্যারিয়ারে ১৫টি ম্যাচে ২৩.০১ গড়ে ৭৯টি উইকেট নিয়েছেন আসিফ। ওয়ানডে ক্রিকেটে ৩২ ম্যাচে ৩২.৪২ গড়ে ৩৮টি উইকেট নিয়েছেন তিনি। নিষিদ্ধ থাকায় বেশি একটা টোয়েন্টি২০ ম্যাচে অংশ নিতে পারেননি আসিফ। তারপরও ৯ ম্যাচে ২২.৪১ গড়ে ১২টি উইকেট নিয়েছেন তিনি।

নাম : মোহম্মদ আসিফ
জন্ম : ২০ ডিসেম্বর, ১৯৮২
অভিষেক : ২ জানুয়ারি, ২০০৫
মেজর টিম : পাকিসত্মান, দিলস্নী ডেয়ার ডেভিলস, এশিয়া একাদশ
ব্যাটিং স্টাইল : বাঁহাতি ব্যাটসম্যান
বোলিং স্টাইল : ডানহাতি পেসার

ব্যাটিং গড় ও ফিল্ডিং গড়

ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
টেস্ট ১৬ ২৪ ৭৫ ১২ ৪.৬৮ ০ ০
ওয়ানডে ৩২ ১১ ৩৩ ৬ ৫.৫০ ০ ০
টোয়েন্টি২০ ৯ ১ ৪ ৪ - ০ ০

বোলিং গড়
ম্যাচ ইনিংস রান উইকেট বেস্ট ৫ উইকেট ১০ উইকেট
টেস্ট ১৬ ২৯ ১৬৮০ ৮০ ৬/৪১ ৫ ১
ওয়ানডে ৩২ ৩০ ১২৩২ ৩৮ ৩/২৮ ০ ০
টোয়েন্টি২০ ৯ ৯ ২৬৯ ১২ ৪/১৮ ০ ০
গ্রন্থনা সৈয়দ মোসত্মফা সাকিব
(পরিসংখ্যান ৫-১-২০১০ পর্যনত্ম)

No comments

Powered by Blogger.