সত্যিকারের সবজান্তা-বন্ধু দিবস

 জয়েস হল, হলমার্ক কার্ডসের প্রতিষ্ঠাতা, তিনি ১৯১৯ সালে সর্বপ্রথম বন্ধু দিবস উদ্যাপনের চিন্তা করেন।
 ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস আগস্টের প্রথম রোববার জাতীয় বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে।


 ১৯৫৮ সালের ২০ জুলাই প্যারাগুয়েতে ডাক্তার আর্টেমিও ব্রাকো বিশ্ব বন্ধু দিবস পালনের প্রস্তাব করেন। সে সময় তিনি তাঁর বন্ধুদের সঙ্গে সান্ধ্যভোজ করছিলেন।
 ২০১১ সালের ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাসেম্বলিতে ঘোষণা দেওয়া হয়, ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালন করা হবে।
 মেয়েদের বন্ধু দিবস সেপ্টেম্বরের তৃতীয় রোববার।
 ফেব্রুয়ারি ‘বন্ধু মাস’ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
 ১৯৯৭ সালে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘উইনি দ্য পুহ’কে বন্ধুত্বের দূত ঘোষণা করা হয়।
 প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় ৩০ জুলাই বন্ধু দিবস পালিত হয়ে আসছে।
ওয়েবসাইট অবলম্বনে: নাদিরা মুসতারী

No comments

Powered by Blogger.