অবরোধের নীতিকে ব্যর্থ প্রমাণ করছে ন্যাম সম্মেলন : ইরান

জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলন আয়োজনের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের 'হুমকি ও অবরোধ' নীতিকে ব্যর্থ প্রমাণ করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান গতকাল সোমবার এ কথা বলেছেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে ইসলামী জাগরণ আন্দোলন এবং অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ইরান সফরকে তিনি খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
আগামী ৩০ ও ৩১ আগস্ট তেহরানে ন্যামের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ইরান আগামী তিন বছরের জন্য ন্যামের প্রেসিডেন্টের পদ পাবে। গত রবিবার থেকেই ন্যামের প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে। সম্মেলনে প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন ইরানের ওপর একের পর এক অবরোধ আরোপ করছে, তারই মধ্যে তেহরানে ন্যাম সম্মেলনের আয়োজন করা হয়েছে। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.