সাপকে কামড়িয়ে মারলেন এক চাষী

বিষধর গোখরার কামড় খেয়ে উল্টো সাপটিকে কামড়িয়ে বেঁচে গেলেন নেপালি এক চাষী। আর সাপটি ঢলে পড়লো মৃত্যুর কোলে। এ ঘটনা ঘটেছে কাঠমান্ডু থেকে ১২৫ মাইল দূরের একটি গ্রামে।
মোহাম্মদ সলোমদ্দিন নামের এই চাষী তার ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎই সাপ কামড়ে দেয় তাকে। তবে ৬ ফুট দৈর্ঘ্যের এই বিষধর সাপটিকে ছেড়ে কথা বলেননি সালমোদ্দিন। দ্রুত দৌড়ে তিনি বাড়িতে যান এবং টর্চ নিয়ে খুঁজে সাপটিকে পেয়ে যান। সেটিকে ধরে তার গায়ে বসিয়ে দেন কামড়। এক পর্যায়ে সাপটি নিস্তেজ হয়ে পড়ে ও মরে যায়।
সলোমদ্দিন বলেন, কোন একদিন একজন সাপুড়ে তাকে বলেছিলেন কখনো কাউকে সাপে কামড়ালে উল্টো সাপটিকেই কামড়ে দিতে হয়। এতে এক পর্যায়ে সাপটি মরে যাবে, যাকে কামড়িয়েছে তার কিছুই হবে না। সলোমদ্দিনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে।

তবে ওই সাপুড়ের কথায় এতটাই অগাধ বিশ্বাস তার ছিলো যে, নিজের চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও রাজি ছিলেন না সলোমদ্দিন। পরে প্রতিবেশীদের উদ্যোগে তাকে হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, হিমালয়ের দেশ নেপালে প্রতিবছর ২০ হাজার মানুষ বিষধর সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে অন্তত এক হাজার জনের মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.