দাঙ্গায় উস্কানির অভিযোগ-আসামে বিধায়ক গ্রেপ্তার

আসামে চলমান সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে রাজ্য বিধান সভায় আঞ্চলিক রাজনৈতিক দল বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) থেকে নির্বাচিত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিধায়ক প্রদীপ ব্রহ্মকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।


এদিকে আসামের ধুবড়ি জেলায় বন্দুকধারীদের হামলার পর আরো দুজন মুসলমান নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয় ও সরকারি সংবাদ সংস্থা পিটিআই জানায়, এ ঘটনায় পুলিশের দাবিকৃত নিখোঁজ দুই ব্যক্তি প্রকৃতপক্ষে নিহত হয়েছে। এ ছাড়া ওই হামলায় একজন আহত হয়। প্রদীপের বিরুদ্ধে কয়েকটি থানায় 'মুসলমান বাঙালি-বোড়ো আদিবাসী' দাঙ্গায় প্রত্যক্ষ উসকানি ও অংশগ্রহণের অভিযোগে অন্তত সাতটি মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হলো। বিপিএফ রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক দল। প্রদীপ আসামের পশ্চিম কোকড়াঝাড় থেকে নির্বাচিত প্রতিনিধি। এদিকে বিধায়ক গ্রেপ্তার ও পাশের ধুবড়ি জেলায় গত বুধবারের সহিংসতায় দুজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কোকড়াঝাড় জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। হতাহতরা সবাই মুসলমান। গত বুধবার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে বিবেচনায় দিনে কারফিউ তুলে দেওয়া হয়। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.